শিরোনাম

South east bank ad

পাঁচ মাসে ২৫১ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

 প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন   |   বাংলাদেশ ব্যাংক

পাঁচ মাসে ২৫১ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

দেশে ডলারের চাহিদা ও সরবরাহের ভারসাম্য বজায় রাখতে বাংলাদেশ ব্যাংক নিয়মিত বাজার থেকে ডলার কিনছে। গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক ১৩টি বাণিজ্যিক ব্যাংক থেকে মোট ২০২ মিলিয়ন ডলার ক্রয় করেছে। গতকালের ক্রয়মূল্য ১২২.২৭ থেকে ১২২.২৯ টাকা, যেখানে কাটঅফ রেট ১২২.২৯ টাকা। এর ফলে ২০২৫-২৬ অর্থবছরে এখন পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের মোট ডলার ক্রয় দাঁড়াল দুই হাজার ৫১৪ মিলিয়ন বা ২৫১ কোটি ৪০ লাখ ডলার।

বাংলাদেশ ব্যাংকের বক্তব্য অনুযায়ী, এই ক্রয় বাজারকে স্থিতিশীল রাখতে এবং ডলারের কৃত্রিম মূল্য ওঠানামা রোধ করার জন্য করা হচ্ছে। তবে দেশের আমদানিকারকরা মনে করছেন, এই নিয়মিত ক্রয় বাজারে সরবরাহ কমাচ্ছে এবং ডলারের দাম বাড়াচ্ছে, যা আমদানির খরচ ও মূল্যস্ফীতিতে প্রভাব ফেলছে।

আইএমএফের ঋণচুক্তির শর্ত অনুযায়ী গত মে মাসে বাংলাদেশ ব্যাংক বাজারভিত্তিক বিনিময় হার পদ্ধতি চালু করেছে। এর পর থেকে ব্যাংকগুলো চাহিদা ও সরবরাহের ভিত্তিতে ডলারের দাম নির্ধারণ করছে।
তবে সাম্প্রতিক সময়ে এলসি খোলার প্রবণতা বৃদ্ধি, রমজান সামনে রেখে প্রয়োজনীয় পণ্যের আমদানি এবং আমদানিসংক্রান্ত বিধি-নিষেধ কিছুটা শিথিল হওয়ায় ডলারের চাহিদা বেড়েছে।

চট্টগ্রামের এক শীর্ষ ব্যবসায়ী গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, ‘রমজানের আগে চাহিদা বাড়া স্বাভাবিক, কিন্তু কেন্দ্রীয় ব্যাংক যখন একই সময় বাজার থেকে ডলার কিনছে, তখন দাম বাড়ার চাপ আরো বেড়ে যাচ্ছে। বছরের শেষের দিকে ব্যাংকগুলো অতিরিক্ত মুনাফা নিতে প্রায়ই ডলারের দাম বাড়ায়। এতে আমদানির খরচ বৃদ্ধি পায় এবং ব্যবসায়ীদের জন্য আর্থিক চাপ তৈরি হয়।

BBS cable ad