ইউসিবির ৪১তম এজিএম অনুষ্ঠিত
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) ৪১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়।
ব্যাংকের ভাইস চেয়ারম্যান বশির আহমেদের সভাপতিত্বে সভায় ইউসিবির স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান তৌহিদ শিপার রফিকুজ্জামান, পরিচালক ও ইউসিবি ফাউন্ডেশনের চেয়ারম্যান নুরুল ইসলাম চৌধুরী, পরিচালক বজল আহমেদ, ভাইস চেয়ারম্যান আসিফুজ্জামান চৌধুরী, পরিচালক নাসিম কামাল, মাসুমা পারভীন, সৈয়দ কামরুজ্জামান, মোহাম্মদ শাহ আলম, পরিচালক মো. আকছেদ আলী সরকার, স্বতন্ত্র পরিচালক কনক কান্তি সেন, স্বতন্ত্র পরিচালক ও সাবেক সচিব ড. অপরূপ চৌধুরী ও মো. আবদুল হান্নান, স্বতন্ত্র পরিচালক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, শরিয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান ও ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. আবদুর রশিদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এজিএম পরিচালনা করেন ব্যাংকের এমডি ও কোম্পানি সচিব এটিএম তাহমিদুজ্জামান এফসিএস।