চট্টগ্রামে মার্কেন্টাইল ব্যাংকের ক্যাশ ম্যানেজমেন্ট প্রশিক্ষণ অনুষ্ঠিত
মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট গত ২০ ডিসেম্বর (শনিবার) চট্টগ্রামে "ক্যাশ ম্যানেজমেন্ট' বিষয়ক দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। ব্যাংকের ক্যাশ অফিসারদের জাল নোট সনাক্তকরণ ও ‘বাংলাদেশ ব্যাংক নোট প্রত্যর্পণ প্রবিধান-২০২৫’ সম্পর্কে সচেতন করার উদ্দেশ্যে উক্ত কর্মশালা আয়োজন করা হয়। দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় চট্টগ্রাম জোনের বিভিন্ন শাখা থেকে ৬১ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্কেন্টাইল ব্যাংক পিএলসি এর ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট প্রধান এস. এম. সেলিম উদ্দীন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চট্টগ্রাম রিজিয়নের এসইভিপি মোঃ সাইফুল আলম চৌধুরী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের ব্রাঞ্চেস অপারেশন্স কন্ট্রোল ডিভিশনের প্রধান মোহাম্মদ খোরশেদ আলম এবং ট্রেনিং ইনস্টিটিউটের ফ্যাকাল্টি শাহীন আকতার। অতিথিবৃন্দ অংশগ্রহণকারীদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন এবং প্রশিক্ষণের সাফল্য কামনা করেন।


