South east bank ad

কর্মস্থলে কর্মকর্তাদের নিরাপত্তা বাড়াতে ব্র্যাক ব্যাংকে অগ্নি নিরাপত্তা মহড়ার আয়োজন

 প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৪, ১২:০০ পূর্বাহ্ন   |   ব্যাংক

কর্মস্থলে কর্মকর্তাদের নিরাপত্তা বাড়াতে ব্র্যাক ব্যাংকে অগ্নি নিরাপত্তা মহড়ার আয়োজন

কর্মক্ষেত্রে কর্মকর্তাদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার নিরবচ্ছিন্ন প্রচেষ্টার অংশ হিসেবে ঢাকায় প্রধান কার্যালয়ে অগ্নিনির্বাপণ এবং জরুরি অবস্থায় দ্রুত ভবন ত্যাগের মহড়া সম্পন্ন করেছে ব্র্যাক ব্যাংক। 

১৮ নভেম্বর ২০২৪ অনুষ্ঠিত এই রুটিন মহড়ার উদ্দেশ্য ছিল অগ্নিকাণ্ড সংক্রান্ত জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি বৃদ্ধি করা এবং ব্যাংকের নিরাপত্তা প্রটোকলগুলোকে আরো শক্তিশালী করা।

প্রায় ১,২০০ কর্মী এই মহড়ায় অংশ নেন, যেখানে জরুরি পরিস্থিতিতে ব্যক্তিগত ও দলগত প্রতিক্রিয়াগুলোর কার্যকারিতা পরীক্ষার জন্য বিভিন্ন ব্যবহারিক অনুশীলনের আয়োজন করা হয়েছিল। 

মহড়ার অংশ হিসেবে ফায়ার সিমুলেশন, অ্যালার্ম বাজানো এবং নির্গমন ঘোষণার পর জরুরি ভিত্তিতে পুরো ভবন খালি করা এবং নিরাপদ স্থানে জড়ো হওয়া হাতে-কলমে দেখানো হয়। এছাড়াও, এতে অভ্যন্তরীণ অগ্নি নিরাপত্তা দলের মাধ্যমে জরুরি অনুসন্ধান ও উদ্ধার অভিযান, প্রাথমিক চিকিৎসা প্রদান এবং হাসপাতালে দ্রুত স্থানান্তরের প্রশিক্ষণ দেওয়া হয়।

এই মহড়ার একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল ফায়ার রেসকিউ টিমের টার্নটেবিল ল্যাডার ব্যবহার করে জটিল অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনা। অংশগ্রহণকারীদের ফায়ারফাইটিং সরঞ্জাম ব্যবহারে হাতে কলমে প্রশিক্ষণ এবং জরুরি পরিস্থিতিতে করণীয় বিষয় শেখানো হয়।

মহড়ার শেষাংশে একটি ব্রিফিং সেশন অনুষ্ঠিত হয়, যেখানে মহড়ায় শেখানো অগ্নি নির্বাপণ কৌশল ও জরুরি নির্গমন প্রক্রিয়া সম্পর্কে পর্যালোচনা করা হয়।

ব্র্যাক ব্যাংক-এর হেড অব জেনারেল সার্ভিসেস ব্রিগেডিয়ার জেনারেল মো. আমিন আকবর (অব.) বলেন, “এ ধরনের মহড়া জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই, আমরা নিয়মিতভাবে দেশ জুড়ে আমাদের সব অফিসে এ ধরনের কার্যক্রম পরিচালনা করি, যেন আমাদের সহকর্মীরা সব সময় প্রস্তুত থাকেন। একটি নিয়মতান্ত্রিক এবং মূল্যবোধ-ভিত্তিক প্রতিষ্ঠান হিসেবে আমরা অগ্নি নিরাপত্তাসহ সব ধরনের জরুরি পরিস্থিতি সংক্রান্ত নিরাপত্তা বিধি মেনে চলি।”

কর্মকর্তাদের স্বাস্থ্য, নিরাপত্তা এবং সার্বিক কল্যাণে ব্র্যাক ব্যাংক সর্বদাই সচেতন। নিয়মিত নিরাপত্তা মহড়া, চলমান প্রশিক্ষণ এবং নিরাপদ কর্মপরিবেশ তৈরির প্রতি গুরুত্ব দিয়ে, যে-কোনো জরুরি পরিস্থিতি দক্ষতার সঙ্গে মোকাবিলায় কর্মকর্তাদের সার্বক্ষণিক প্রস্তুতি নিশ্চিত করে ব্র্যাক ব্যাংক।  


BBS cable ad

ব্যাংক এর আরও খবর: