শিরোনাম

South east bank ad

বাড়ল ভোজ্যতেলের দাম, লিটারে কত?

 প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন   |   ক্রয়-বিক্রয়

বাড়ল ভোজ্যতেলের দাম, লিটারে কত?

দেশের বাজারে ভোজ্যতেলের দাম বৃদ্ধি পেয়েছে। প্রতি লিটার বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম যথাক্রমে প্রতি লিটারে ৬ ও ৭ টাকা বাড়ানো হয়েছে। এ ছাড়া প্রতি লিটার পাম তেলের দাম ১৬ টাকা ও পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছে ৩৩ টাকা। আগামীকাল সোমবার (৮ ডিসেম্বর) থেকে নতুন এই দাম কার্যকর হবে।

রবিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে তেলের দাম বাড়ানোর ঘোষণা দেয় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটারে ৬ টাকা বাড়িয়ে ১৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে। খোলা সয়াবিন তেল প্রতি লিটারে ৭ টাকা বাড়িয়ে ১৭৬ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া বাজারে পাঁচ লিটারের প্রতি বোতল সয়াবিন তেল ৯৫৫ টাকা ও প্রতি লিটার খোলা পাম তেলের দাম ১৬৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

BBS cable ad