শিরোনাম

South east bank ad

ফের বেড়েছে সোনার দাম, আজ থেকেই কার্যকর

 প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন   |   ক্রয়-বিক্রয়

ফের বেড়েছে সোনার দাম, আজ থেকেই কার্যকর

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। এবার ভরিতে দাম বেড়েছে ১ হাজার ৫৭৫ টাকা। নতুন দামে ২২ ক্যারেট সোনার মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ১২ হাজার ১৪৫ টাকা।

সোমবার (১ ডিসেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

নতুন দাম আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) থেকে কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় সোনার দামে এই সমন্বয় করা হয়েছে।

সোনার নতুন দাম—

২২ ক্যারেট : প্রতি ভরি ২ লাখ ১২ হাজার ১৪৫ টাকা

২১ ক্যারেট : প্রতি ভরি ২ লাখ ২ হাজার ৪৯৯ টাকা

১৮ ক্যারেট : প্রতি ভরি ১ লাখ ৭৩ হাজার ৫৭২ টাকা

সনাতন পদ্ধতি : প্রতি ভরি ১ লাখ ৪৪ হাজার ৪২৪ টাকা

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ সরকার নির্ধারিত ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬ শতাংশ ন্যূনতম মজুরি যোগ করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে।

BBS cable ad

ক্রয়-বিক্রয় এর আরও খবর: