শিরোনাম

South east bank ad

বেপজায় ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান

 প্রকাশ: ২৮ জানুয়ারী ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   আমদানী/রপ্তানী

বেপজায় ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান

চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত বেপজা অর্থনৈতিক অঞ্চলে একটি অ্যাকসেসরিজ কারখানা স্থাপনের লক্ষ্যে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে চীনা মালিকানাধীন হুয়াজু অ্যাকসেসরিজ কোম্পানি লিমিটেড। চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠানটি ১৬ দশমিক ৩৪ মিলিয়ন ডলার বা ১৯৯ কোটি ৫৫ লাখ ৪২ হাজার ১০৮ টাকা বিনিয়োগ করবে। এতে ১ হাজার ৩৯৫ জন বাংলাদেশী নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

এ উপলক্ষে ঢাকায় বেপজা কমপ্লেক্সে সোমবার এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বেপজার নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন এবং হুয়াজু অ্যাকসেসরিজের ব্যবস্থাপনা পরিচালক ইয়াং ইয়ানমেই নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

জানা যায়, চীনা প্রতিষ্ঠানটি বার্ষিক চার মিলিয়ন কেজি ব্রা কাপ, ব্রা ওয়্যার, হুক অ্যান্ড আই, ওয়েবিং টেপ, ইলাস্টিক, ড্র-স্ট্রিং, স্লাইডার, স্ন্যাপ বাটন, লোগো, ব্যাগ ও লাগেজ হার্ডওয়্যার এবং রিবসহ বিভিন্ন ধরনের অ্যাকসেসরিজ উৎপাদন করবে।

বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান প্রত্যক্ষ করেন। এ সময় বিনিয়োগকারীকে স্বাগত জানিয়ে বেপজার নির্বাহী চেয়ারম্যান শিল্প স্থাপন সহজীকরণ, দ্রুত সেবা প্রদান ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিতকরণে বেপজার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বেপজার সদস্য (প্রকৌশল) আবদুল্লাহ আল মামুন, সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মো. খুরশিদ আলম, নির্বাহী পরিচালক (প্রশাসন) সমীর বিশ্বাস, নির্বাহী পরিচালক (জনসংযোগ) এএসএম আনোয়ার পারভেজসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং হুয়াজু অ্যাকসেসরিজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

BBS cable ad