শিরোনাম

South east bank ad

অর্থনৈতিক অঞ্চলে মেঘনা গ্রুপের সাত নতুন প্রতিষ্ঠান উদ্বোধন

 প্রকাশ: ২১ নভেম্বর ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

অর্থনৈতিক অঞ্চলে মেঘনা গ্রুপের সাত নতুন প্রতিষ্ঠান উদ্বোধন

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে অর্থনৈতিক অঞ্চলে ৫০টি শিল্প ও অবকাঠামো ভার্চুয়ালি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসব প্রতিষ্ঠানের ১৪টি মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) প্রতিষ্ঠিত ইকোনমিক জোনগুলোয় অবস্থিত

এর মধ্যে সাতটি বিদেশী ও বাকি সাতটি এমজিআই মালিকানাধীন। উদ্বোধনকৃত এমজিআইয়ের প্রতিষ্ঠানগুলোয় এখন পর্যন্ত বিনিয়োগ হয়েছে ৫৫০ মিলিয়ন ডলার। এরই মধ্যে কর্মসংস্থান হয়েছে প্রায় তিন হাজার লোকের। এ উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, বেজার নির্বাহী সদস্য (অতিরিক্ত সচিব) মো. আলী আহসান, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুরুল হাফিজ, পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, এমজিআইয়ের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর তায়েফ বিন ইউসুফ, চেয়ারম্যান ও এমডি মোস্তফা কামাল প্রমুখ। 

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: