ব্যবসায় রাজনৈতিক দুর্বৃত্তায়ন আর নয়
ব্যবসায় রাজনৈতিক দুর্বৃত্তায়ন আর দেখতে চান না বলে জানিয়েছেন দেশের শীর্ষ ব্যবসায়ী নেতারা। তারা বলেন, ব্যবসায়িক সংগঠনসমূহকে রাজনীতি মুক্ত থেকে স্বাধীনভাবে মত প্রকাশ করতে হবে। আইনের সম প্রয়োগের ওপর গুরুত্ব দিয়ে রাজনীতি ও অর্থনীতি একে অপরের সম্পূরক ও পরিপূরক হিসাবে বিবেচনা করতে হবে।
দেশের বর্তমান পরিস্থিতিতে করণীয় নির্ধারণে ‘বাংলাদেশ গার্মেন্টস এক্সেসরিজ এন্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন’(বিজিএপিএমইএ) আয়োজিত মতবিনিময় সভায় ব্যবসায়ী নেতারা এ অভিমত ব্যক্ত করেন। সোমবার (১২ আগস্ট) বিজিএপিএমইএ সভাপতি মো: শাহরিয়ারের সভাপতিত্বে রাজধানীর সোনারগাঁও হোটেলে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ব্যবসায়ারী আরও বলেন, বস্ত্র খাতের সব সংগঠন একসঙ্গে কাজ করার নতুন প্লাটফরম গঠন করা হবে। এখাতের সবাই একমত হয়েছে। দাবি জানানো হবে গ্যাস দাম কমানোর । এনবিআর এর তিন শাখার হয়রানি থেকে মুক্ত হতে এনবিআরএর নীতি সংস্কারের দাবি করা হয়। এ ছাড়া আন্দোলনের সময় যেসব কারখানা ক্ষতিগ্রস্থ হয়েছে এসব ক্ষতিপুরণের দাবি করেন তারা।
মতবিনিময় সভায় বাংলাদেশ টেক্সটাইল মিলস্ অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাচারার্স এ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ), বিজিএমইএ, থাই চেম্বার অব কমার্স, বাংলাদেশ সুইং থ্রেড ম্যানুফ্রাচারার্স এন্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ এ্যাপারেল ইয়থ লিডারস অ্যালায়েন্স (বায়লা), ফ্রেইট ফরোয়াডার্স অ্যাসোসিয়েশন, এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইএবি), বাংলাদেশ গার্মেণ্টস বায়িং হাউজ অ্যাসোসিয়েশনের (বিজিবিএ), বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব প্রিকারসর সলভেন্ট ম্যানুফ্যাকচারার্স (বিএপিএসএম), বিপিজিএমইএ, বিটিটিএলএমইএ, জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি (নাসিব) সহ আয়োজক সংগঠন বিজিএপিএমইএ অর্থাৎ রপ্তানিমূখী ও তদসংশ্লিষ্ট ২১টিরও বেশী রপ্তানিমূখী বাণিজ্যিক সংগঠন ও চেম্বার এর নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় এফবিসিসিআইএর সাবেক সভাপতি আব্দুল আউয়াল মিন্টু বলেন, ব্যবসায় রাজনৈতিক দুর্বৃত্তায়ন বন্ধ করতে হবে এবং ব্যবসায়িক সংগঠনসমূহকে রাজনীতি মুক্ত থেকে স্বাধীনভাবে মত প্রকাশ করতে হবে। একই সঙ্গে আইনের সম প্রয়োগের ওপর গুরুত্ব দিয়ে রাজনীতি ও অর্থনীতি একে অপরের সম্পূরক ও পরিপূরক হিসাবে বিবেচনা করতে হবে।
আব্দুল আউয়াল মিন্টু বলেন, ব্যবসায়ীদের দীর্ঘদিনের হয়রানীর অভিয়োগ থাকলেও সেই অভিযোগ বা নিয়ে যাওয়ার জায়গা নেই। বর্তমানে একটি অন্তবর্তী সরকার গঠন হলেও এটা দাবি জানানোর জন্য প্রকৃত কর্তৃপক্ষ নয়।
তিনি বলেন, গণতন্ত্র বিহীন রাস্ট্র চলতে পারে না। জনপ্রতিনিধিত্ব ছাড়া কোন সরকার দীর্ঘদিন থাকা মানে আরেকটা সংঘাতের সুয়োগ তৈরী করে দেওয়া। তাই বর্তমান অন্তর্বতকালীন সরকারকে একটা জনপ্রতিনিধিত্বশীল সরকার গঠনে অগ্রাধিকার দিতে হবে। জনপ্রতিনিধিত্বহীন কোন সরকারের অধীনে আমরা বেশীদিন থাকতে চায় না।
এই ব্যবসায়ী নেতা আরও বলেন, সাংবিধানিক ও মৌলিক অধিকার এবং ভোটের অধিকার নিশ্চিত করতে পারলেই এই সরকারকে দেশের মানুষ মনে রাখবে। অধিকারবীহিন কোন সরকারের অধীনে আমরা বাস করতে চাই না। তাই যত দ্রুত সম্ভব একটা একটা নির্বাচন আমাদের করতে হবে। একটি পরিপূর্ণ সংবিধান থাকতে হবে। যেখানে আমাদের অধিকার সুরক্ষিত থাকবে।
অর্থনীতিকে এগিয়ে নিতে হলে নিভূল পরিসংখ্যান জরুরি উল্লেখ করে তিনি বলেন, দেশের পরিসংখানের জন্য সরকারি প্রতিষ্ঠান বিবিএস । এই প্রতিষ্ঠানকে পরিকল্পনা বিভাগ থেকে বের করে স্বাধীন প্রতিষ্ঠান করতে হবে।
তিনি বলেন, এটা করা না গেলে মনগড়া পরিসংখ্যান থেকে বের হয়ে আসা যাবে না। অর্থনীতি এবং পরিসংখ্যান পাশাপাশি জড়িত।
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সাবেক সভাপতি ও থাই চেম্বারের সভাপতি শামস মাহমুদ বলেন, এনবিআর এর হয়রানি থেকে মুক্ত হতে এই প্রতিষ্ঠানটির নীতি সংস্কার জরুরী। একই সঙ্গে বর্তমান চেয়ারম্যানের পদত্যাগ দাবি করেন। এ ছাড়া এলডিসি থেকে উত্তরণের প্রক্রিয়া পিছিয়ে দেওয়া। ২০২৬ সাল থেকে হওয়ার কথা ছিল এটা পুন: বিবেচনা করা। তিনি বলেন, এখনই বাংলাদেশের সেই সক্ষমতা নেই। কারণ অর্থনৈতিক সব সূচক মন গড়া। ইতিমধ্যে রপ্তানির ভুল তথ্য বের হয়ে এসেছে। তাই ভুল তথ্যের ওপর এলডিসি থেকে বের হয়ে আসা যাবে না।
বাংলাদেশ সুইং থ্রেড ম্যানুফ্যাকচার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল কাসেম হায়দার বলেন, সরকার পতনের আগে সব ব্যবসায়িক সংগঠন ছিল দলীয়। তাই এতদিন কোন কথা বলা যায়নি। ব্যবসায়ীরা রাজনৈতিক বিজিএপিএমইএ’র সভাপতি মো: শাহরিয়ার বরেন, এলডিসি গ্র্যাজুয়েশনের সময়সীমা ২০৩২ পর্যন্ত বর্ধিতকরণ এবং যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি সুবিধা পুনঃর্বহাল রাখতে হবে। তাছাড়া রপ্তানিমূখী বাণিজ্যিক সংগঠনসমূহের সকল দাবি-দাওয়া একীভূত করে একত্রে সরকারের নিকট দাবি জানানোর জন্য সংশ্লিষ্ট বাণিজ্যিক সংগঠনসমূহের সমন্বয়ে একটি কমন প্লাটফর্ম-কো-অর্ডিনেশন কমিটি গঠন করতে হবে।
অনুষ্ঠানের সঞ্চালক ও বিকেএমইএর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের অপসারনের দাবি কওে বলেন, রপ্তানির তথ্য যথাযথ নয় প্রমাণিত হওয়ায় এলডিসি’তে উত্তরণ আপাতত স্থগিত রাখতে হবে। বর্তমান পরিস্থিতিতে জাতীয় রপ্তানি ধারা অব্যাহত রাখতে রপ্তানিকারী সংগঠনসমূহ একত্রে সভার মাধ্যমে করণীয় সম্পর্কে একটি রূপরেখা প্রণয়নের, গ্যাসের বর্ধিত ধার্য্যমূল্য বাতিলপূর্বক আন্তর্জাতিক মূল্য পর্যালোচনা করে শিল্প খাতের জন্য গ্যাসের মূল্য পুনঃনির্ধারণের, পলিসি প্রণয়ন এবং রাজস্ব আহরণ পৃথক প্রতিষ্ঠানের মাধ্যমে করার লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ডের সংস্কারের, বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ক্ষতিগ্রস্থ সকল শিল্প প্রতিষ্ঠান প্রয়োজনে সরজমিনে পরিদর্শনপূর্বক আর্থিক ও নীতিগত সহায়তা দানের এবং কাস্টমস্ কর্তৃপক্ষের নিকট হতে সেবা সহজ ও হয়রানি মুক্তভাবে পাওয়ার জন্য করণীয় নির্ধারণের প্রস্তাব জানান তিনি।