এসবিএসি ব্যাংকে মানি লন্ডারিং প্রতিরোধবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
এসবিএসি ব্যাংকে মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
এসবিএসি ব্যাংকে মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের প্রধান কার্যালয়ে সম্প্রতি আয়োজিত এ কর্মশালায় আলোচক হিসেবে ছিলেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) অতিরিক্ত পরিচালক সৈয়দ গোলাম শাহাজারুল আলম ও উপপরিচালক মেহেদী হাসান। এসবিএসি ব্যাংকের ডিএমডি মো. আলতাফ হোসেন ভূঁইয়া কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ এ কে এম ফজলুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় ব্যাংকের প্রধান ক্যামেলকো মো. মাসুদুর রহমান, এএমএল ও সিএফটি ডিভিশনের প্রধান মো. মজিবুর রহমান উপস্থিত ছিলেন।