ইসলামী ব্যাংকে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির এমডি (চলতি দায়িত্ব) মো. ওমর ফারুক খানের সঙ্গে প্রধান কার্যালয়ের নির্বাহী, জোন ও শাখাপ্রধানদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর ইসলামী ব্যাংক টাওয়ারে গতকাল এ সভার আয়োজন করা হয়। ব্যাংকের এএমডি মো. আলতাফ হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এএমডি মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার। বিশেষ অতিথির বক্তব্য দেন ডিএমডি মাহমুদুর রহমান এবং ধন্যবাদ জ্ঞাপন করেন এসইভিপি একেএম মাহবুব মোরশেদ। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের ডিএমডি মো. রফিকুল ইসলাম, মুহাম্মদ সাঈদ উল্লাহ, ড. এম কামাল উদ্দীন জসীম ও মো. মাকসুদুর রহমান। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন প্রধান কার্যালয়ের উইং ও ডিভিশন প্রধান, ঊর্ধ্বতন নির্বাহীরা, ১৬টি জোনের প্রধান, ৪০০টি শাখার ব্যবস্থাপক এবং ২৬৫টি উপশাখার ইনচার্জরা।