শিরোনাম

South east bank ad

বিটাকের প্রশিক্ষার্থীদের কাজের সুযোগ দেবে স্বপ্ন

 প্রকাশ: ১৫ মার্চ ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   চাকরির খবর

বিটাকের প্রশিক্ষার্থীদের কাজের সুযোগ দেবে স্বপ্ন

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

সরকারি খরচে থাকা-খাওয়াসহ প্রশিক্ষণ শেষে সনদের সঙ্গে চাকরির নিয়োগপত্র দিচ্ছে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক)। এছাড়া প্রশিক্ষণকালীন সময়ে ভাতাও প্রদান করা হয়।

গতকাল সোমবার (১৪ মার্চ) তৃতীয় ব্যাচের সনদপত্র ও নিয়োগপত্র প্রদান অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ ও নিয়োগপত্র তুলে দেন বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্রের (বিটাক) মহাপরিচালক মোহাম্মদ আনোয়ার হোসনে চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন এসিআই লজিস্টিকস লিমিটেডের রিটেইল এক্সপেনশন বিভাগের পরিচালক সামসুদ্দোহা শিমুল।

তিনি বলেন, বিটকারে সেপা প্রকল্পটি সত্যিই অসাধারণ।

প্রশিক্ষণের পর প্রশিক্ষার্থীদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থাও করা হচ্ছে। আমাদের কোম্পানিতে যে ধরনের লোকবল দরকার সে ধরনের লোক নেওয়ার পাশাপাশি প্রয়োজনে প্রশিক্ষণেরও ব্যবস্থা করব। বিটাকের সেপা প্রকল্পের পাশে থাকব। বিটাকের প্রশিক্ষার্থীদের কাজের সুযোগ করে দিবে স্বপ্ন।

তিনি তার বক্তব্যে চীন, ভিয়েতনামের নারী দক্ষ কর্মীদের কর্মক্ষেত্রে অসামান্য অবদানের কথাও তুলে ধরেন।

সেপা প্রকল্পের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের স্বল্পশিক্ষিত, দরিদ্র ও পিছিয়ে পড়া বেকার যুব-মহিলাদের ৯টি ট্রেডে তিন মাস মেয়াদি কারিগরি প্রশিক্ষণ দিচ্ছে বিটাক।

এবারে তৃতীয় ব্যাচে প্রশিক্ষণার্থী নারীদের সংখ্যা ছিলো ২২৫ জন। এরমধ্যে ৪টি প্রতিষ্ঠানে সরাসরি চাকরি পেয়েছেন ১১১ জন, বাকি ১১৪ জন বিভিন্ন কারণে আগ্রহ দেখাননি চাকরিতে। অনেকে দেশে ফিরে নারী উদ্যোক্তা হিসেবে কাজের পরিকল্পনাও করেছেন।

প্রতিষ্ঠানগুলোরমধ্যে- প্রাণ-আরএফএলে ৫১, ডাচ-বাংলা প্যাকিং লিমিটেডে ৩২, আকিজ গ্রুপে ১৮ ও মেটাডোরে ১০ জনকে চাকরি দেওয়া হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে আনোয়ার হোসেন চৌধুরী বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে উৎপাদন ও প্রশিক্ষণের মাধ্যমে দেশের শিল্প খাতের অগ্রগতিতে ভূমিকা রেখে চলেছে বিটাক। প্রশিক্ষণের পর প্রশিক্ষার্থীদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থাও করা হচ্ছে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- আকিজ গ্রুপের জেষ্ঠ্য ব্যবস্থাপক কামবাম সুদর্শন রেড্ডি, আরএফএলের এইচআরএমের ডেপুটি ম্যানেজার পল্লব মৌলিক, ডাচ-বাংলা প্যাক লিমিটেডের উপ-পরিচালক আবু হানিফ, স্বপ্নর হেড অব করপোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড হেড অব এমপ্লয়ি ওয়েলফেয়ার ড. সোহেল মঈনউদ্দিন শৈবাল, এইচআর প্রধান শাহ মো. রিজভী রনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেপা ফেজ-২ এর প্রকল্প পরিচালক ইকবাল হোসেন পাটোয়ারী।

সরকারের নির্বাচনী ইশতেহার ২০১৮, ভিশন ২০২১ ও ২০৪১ এবং টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) ২০৩০ অর্জনে সহায়তা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ সরকারের অর্থায়নে পরিচালিত সেপা (ফেজ-২) প্রকল্পের মেয়াদ ১ অক্টোবর ২০২০ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত। এ সময়ের মধ্যে ১৫ হাজার প্রশিক্ষার্থীকে প্রশিক্ষণ দেওয়া হবে। যার মধ্যে ৭ হাজার ৫৬০ জন নারী এবং ৭ হাজার ৪৪০ জন পুরুষ।

BBS cable ad

চাকরির খবর এর আরও খবর: