South east bank ad

কলেজছাত্রীর গোসলের ভিডিও ধারণ, যুবক গ্রেপ্তার

 প্রকাশ: ১৬ জুলাই ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   র‍্যাব

কলেজছাত্রীর গোসলের ভিডিও ধারণ, যুবক গ্রেপ্তার

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

যশোরে এক কলেজছাত্রীর গোসলের ভিডিও ধারণ করার অভিযোগে শরিফুল ইসলাম (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছেন র‌্যাব-৬ এর যশোর ক্যাম্পের সদস্যরা। শনিবার (১৬ জুলাই) দুপুর দেড়টার দিকে সদর উপজেলার চাউলিয়া গ্রামে অভিযান চালিয়ে মোবাইলসহ তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত শরিফুল ইসলাম সদর উপজেলার চাউলিয়া গ্রামের রাজ্জাক দফাদারের ছেলে। বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‍্যাব।

র‌্যাব জানায়, শরিফুল ইসলাম গোপনে একই এলাকার পাশের বাড়ির এক কলেজছাত্রীর গোসলের আপত্তিকর ভিডিও ধারণ করে। পরবর্তীতে শরিফুল সেই আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন। ওই ছাত্রীর পরিবারকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে হুমকি দেন এবং সামাজিকভাবে মর্যাদাহানি করেন।

এ ব্যাপারে ওই কলেজছাত্রীর বাবা কোতোয়ালি মডেল থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৬ এর যশোরের একটি দল শনিবার দুপুর দেড়টার দিকে যশোর সদর উপজেলাধীন চাউলিয়া গ্রামে অভিযান চালিয়ে অভিযুক্ত শরিফুলকে গ্রেপ্তার করে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করে।

BBS cable ad

র‍্যাব এর আরও খবর: