South east bank ad

র‌্যাব দেখে পালালেন বাবা-ছেলে, ঘরে মিলল অস্ত্র-গুলি

 প্রকাশ: ২৬ জুলাই ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   র‍্যাব

র‌্যাব দেখে পালালেন বাবা-ছেলে, ঘরে মিলল অস্ত্র-গুলি

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

রাজবাড়ীর পাংশা উজেলার জীবননালা গ্রামে একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে সাতটি আগ্নেয়াস্ত্র ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের সদস্যরা। মঙ্গলবার (২৬ জুলাই) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে র‌্যাব-৮ ফরিদপুর কার্যালয়।

এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানিয়েছে, গত সোমবার (২৫ জুলাই) বিকেলে টহল ডিউটি করার সময়ে র‍্যাব গোপন সংবাদেরভিত্তিতে জানতে পারে যে, পাংশা উপজেলার জীবননালা গ্রামে মৃত ইয়াছিন আলীর ছেলে মো. রাজ্জাক আলী মিয়া ও রাজ্জাক আলী মিয়ার ছেলে ইমরান মিয়া অবৈধ অস্ত্রের মজুত ও কারবার করছে।

এরপর সেখানে র‌্যাব সদস্যরা অভিযান চালালে তাদের উপস্থিতি টের পেয়ে বাবা রাজ্জাক আলী মিয়া ও তার ছেলে ইমরান মিয়া পালিয়ে যায়। তবে তাদের বসতঘর থেকে আগ্নেয়ান্ত্র উদ্ধা করা হয়েছে।

র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. খোরশেদ আলম জানান, অভিযানে দুইটি দেশীয় তৈরি পাইপগান, চারটি ওয়ান শুটারগান, একটি রিভলবার ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে অস্ত্র আইনে বাবা-ছেলের নামে পাংশা মডেল থানায় মামলা হয়েছে।

BBS cable ad

র‍্যাব এর আরও খবর: