সিগারেটে ব্যবহৃত রাজস্ব বোর্ডের নকল স্টিকার তৈরি করতেন তিনি

বিডিএফএন টোয়েন্টিফোর.কম
রাজস্ব বোর্ডের শুল্ক-করের নকল স্টিকার ও সিগারেটের ব্যান্ড রোলস তৈরির দায়ে মো. ওলি উল্লাহ (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তিনি একটি প্রিন্টিং কারখানার মালিক।
গ্রেপ্তারের সময় তার কাছ থেকে আট লাখ পিস নকল স্টিকার, ব্যান্ড রোলস এবং স্টিকার তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। বৃহস্পতিবার বিকেলে র্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সহকারী পুলিশ সুপার ফারজানা হক এসব তথ্য জানান।
সহকারী পুলিশ সুপার ফারজানা হক বলেন, গোয়েন্দা সংবাদের ভিত্তিতে র্যাব-৩ জানতে পারে, রাজধানীর খিলগাঁওয়ে প্রতারক চক্রের সদস্যরা জাল স্টিকার ব্যবহারের মাধ্যমে বিভিন্ন ব্র্যান্ডের সিগারেটের নকল ব্যান্ড রোলস প্রস্তুত ও বিক্রয় করে আসছে। বিষয়টির সত্যতা যাচাইয়ের জন্য র্যাব-৩ গোয়েন্দা নজরদারি বাড়ায়।
তিনি বলেন, র্যাব-৩ এর একটি দল বুধবার খিলগাঁওয়ে অনিক প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং নামের কারখানায় অভিযান চালায়। অভিযানে দেখা যায়, জাতীয় রাজস্ব বোর্ডের শুল্ক-কর ফাঁকি দিয়ে জাল স্টিকার ব্যবহারের মাধ্যমে সিগারেটের নকল ব্যান্ড রোলস প্রস্তুত করা হচ্ছিল। এ অভিযোগে কারখানার মালিককে গ্রেপ্তার করা হয়েছে।
পরে কারখানায় তল্লাশি চালিয়ে রাজস্ব বোর্ডের শুল্ক-কর ফাঁকি দেওয়া ২ হাজার ১০০ বান্ডেল নকল ব্যান্ড রোলস, ২৬৫টি ফয়েল পেপার, ৩টি সিটিপি প্লেট এবং ১৮টি ডাইস ব্লক ও থেকে রাজস্ব বোর্ডের শুল্ক-করের ৮ লাখ পিস নকল স্টিকার জব্দ করা হয়।
গ্রেপ্তার ওলি উল্লাহ প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, অধিক লাভের আশায় দীর্ঘদিন ধরে তিনি জাল স্টিকার ব্যবহারের মাধ্যমে বিপুল পরিমাণ নকল ব্যান্ডরোল প্রস্তুত করে রাজধানীসহ বাংলাদেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন।
গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে বলেও জানান র্যাবের এ কর্মকর্তা।