শিরোনাম

South east bank ad

ন্যাশনাল টি কোম্পানির শেয়ারদর ৫২ শতাংশ বেড়েছে

 প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ পূর্বাহ্ন   |   শেয়ার বাজার

ন্যাশনাল টি কোম্পানির শেয়ারদর ৫২ শতাংশ বেড়েছে

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে দর বৃদ্ধির তালিকায় শীর্ষে ওঠে এসেছে খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৫২ দশমিক ০১ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিকে সর্বশেষ কার্যদিবসে ডিএসইতে কোম্পানিটির শেয়ারদর ৮ দশমিক ৭৩ শতাংশ বা ৩৯ টাকা ১০ পয়সা বেড়ে প্রতিটি শেয়ার সর্বশেষ ৪৮৬ টাকা ৯০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দরও ছিল একই। দিনভর কোম্পানিটির ১৮ হাজার ২২৩টি শেয়ার মোট ১২৯ বার হাতবদল হয়, যার বাজারদর ৮৮ লাখ ৭০ হাজার টাকা। ওই দিনভর শেয়ারদর ৪৮৬ টাকা ৯০ পয়সায় লেনদেন হলেও গত এক বছরের মধ্যে কোম্পানিটির শেয়ারদর সর্বনিম্ন ২৫৪ টাকা ৮০ পয়সা থেকে সর্বোচ্চ ৫৩৪ টাকা ৭০ পয়সার মধ্যে ওঠানামা করে। কোনো ধরনের মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই অস্বাভাবিক শেয়ারদর বাড়ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের প্রতিষ্ঠান ন্যাশনাল টি কোম্পানি লিমিটেডের। সম্প্রতি অস্বাভাবিক দর বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানিটি এমন তথ্য জানায়।

সর্বশেষ ২০২৩ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের জন্য কোনো লভ্যাংশ দেয়নি কোম্পানিটি। ৩০ জুন, ২০২৩ সমাপ্ত হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৯৬ টাকা ২৪ পয়সা (লোকসান)। ৩০ জুন, ২০২৩ তারিখে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৪৮ টাকা ১৯ পয়সা (লোকসান)। এছাড়া এই হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৭৪ টাকা ৭৭ পয়সা (ঘাটতি)। এর আগে ২০২২ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের জন্য সর্বমোট সাড়ে ৭ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। ৩০ জুন, ২০২২ সমাপ্ত হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৪ টাকা ৪৭ পয়সা (লোকসান)। ৩০ জুন, ২০২২ তারিখে শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৪৮ টাকা ৭৯ পয়সা। এছাড়া এই হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ২৩ টাকা ৫২ পয়সা (ঘাটতি)। এর আগে কোম্পানিটি ৩০ জুন ২০২১ সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। আলোচিত সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩১ টাকা ৬৮ পয়সা (লোকসান) এবং শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৮৪ টাকা ২৭ পয়সা।

কোম্পানিটি ১৯৭৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘জেড’ ক্যাটেগরিতে অবস্থান করছে। ২৫ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ৬ কোটি ৬০ লাখ টাকা। রিজার্ভে ঘাটতির পরিমাণ ৩৮ কোটি ৪১ লাখ টাকা। কোম্পানিটির মোট ৬৬ লাখ শেয়ার রয়েছে। ডিএসইর সর্বশেষ তথ্যমতে, মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে ৪৫ দশমিক ২৬ শতাংশ শেয়ার, সরকারি ৪ দশমিক ৩৩ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৪ দশমিক ৭৫ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৩৫ দশমিক ৬৬ শতাংশ শেয়ার রয়েছে।

এদিকে সাপ্তাহিক দরবৃদ্ধির তালিকায় এর পরের অবস্থানে থাকা খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৩১ দশমিক ৬০ শতাংশ, জুট স্পিনার্স লিমিটেডের ২৪ দশমিক ৬৪ শতাংশ, নর্দার্ন জুট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের ২৮ দশমিক ১১ শতাংশ, ওরিয়ন ইনফিউশনস লিমিটেডের ২১ দশমিক ৭৪ শতাংশ, লিবরা ইনফিউশনস লিমিটেডের ২১ দশমিক ২২ শতাংশ, বীকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ১৯ দশমিক ২৩ শতাংশ, মিরাকেল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১৫ দশমিক ৮৬ শতাংশ, বেক্সিমকো গ্রিন সুকুক ফান্ডের ১৫ দশমিক ১২ শতাংশ এবং বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি পিএলসির ১৫ শতাংশ শেয়ারদর বেড়েছে।

BBS cable ad

শেয়ার বাজার এর আরও খবর: