বিদ্যুৎ-জ্বালানি খাতে প্রতিযোগিতা ছাড়া কাজ দেওয়া হবে না: জ্বালানি উপদেষ্টা
বিদ্যুৎ, জ্বালানি খাতে প্রতিযোগিতা ছাড়া কাউকে কোনো কাজ দেওয়া হবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
বৃহস্পতিবার সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে দেশের গ্যাসের রিজার্ভ সংশ্লিষ্ট বিষয়ে একটি পর্যালোচনা সভা শেষে তিনি এ কথা জানান।
ফাওজুল কবির খান বলেন, গ্যাস ডিস্ট্রিবিউশন হোক বা বিদ্যুৎ ট্রান্সমিশনে হোক, যে কোনো জায়গায় উন্মুক্ত প্রতিযোগিতা ছাড়া কোনো কাজ দেওয়া হবে না। গ্যাস নিয়ে অতীতে যেসব যুক্তি রয়েছে, সেগুলো জন্য জাস্টিস মইনুলকে দিয়ে একটা জাতীয় কমিটি করেছিঅ তারা সেগুলো দেখবেন। যে সুপারিশ করবেন, সে সুপারিশের ভিত্তিতে সিন্ধান্ত নেয়া হবে। এছাড়া ড. দেব প্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে একটা কমিটি আছে, উনারা বড় বড় যুক্তিগুলো পরীক্ষা করছে। এই দুই কমিটি যে সুপারিশ করবে তার ভিত্তিতে কাজ করব।
ভবিষ্যতে বিদ্যুৎ-জ্বালানি খাতে উন্মুক্ত প্রতিযোগিতা ছাড়া কোনো প্রকল্প গ্রহণ করা হবে না বলে যোগ করেন উপদেষ্টা ফাওজুল কবির খান।