শিরোনাম

South east bank ad

এবার ইঙ্গিত সরকারি ব্যাংক একীভূত করার

 প্রকাশ: ২২ জানুয়ারী ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   মন্ত্রনালয়

এবার ইঙ্গিত সরকারি ব্যাংক একীভূত করার

বেসরকারি পাঁচ ব্যাংকের পর এবার সরকারি মালিকানাধীন ব্যাংক একীভূতকরণের ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। তিনি বলেছেন, ‘সরকারকে দুটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক রেখে বাকি ব্যাংকগুলো একীভূত করার প্রস্তাব দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।’ তাঁর মতে বর্তমানে দেশে ব্যাংকের সংখ্যা প্রয়োজনের তুলনায় অনেক বেশি। তিনি বলেন, ‘বাংলাদেশে এখন ৬১টি ব্যাংক কার্যক্রম চালাচ্ছে, যা অস্বাভাবিক।
দেশের অর্থনীতির জন্য ১০ থেকে ১৫টি ব্যাংকই যথেষ্ট। ব্যাংকের সংখ্যা কমানো গেলে সুশাসন নিশ্চিত করা অনেক সহজ হবে।’

গতকাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ব্যাংকিং খাত : বর্তমান চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ করণীয় শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন গভর্নর। ব্যাংকিং খাতের বর্তমান সংকটের চিত্র তুলে ধরে আহসান এইচ মনসুর বলেন, ‘অপরাধমূলক কর্মকাণ্ড, অনিয়ম, পরিবারকেন্দ্রিক আধিপত্য এবং দুর্বল সুশাসনের কারণে বাংলাদেশের ব্যাংকিং খাত প্রায় ধ্বংস হয়ে গেছে।
’ তিনি জানান, ব্যাংকিং খাত থেকে প্রায় ৩ লাখ কোটি টাকা বেরিয়ে গেছে, যার বড় একটি অংশ বিদেশে পাচার হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এ ছাড়া পরিবারকেন্দ্রিক নিয়ন্ত্রণের মাধ্যমে ব্যাংকগুলো থেকে দুই থেকে থেকে আড়াই হাজার কোটি ডলার পাচার হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। গভর্নর বলেন, ‘ব্যাংকিং খাতে ব্যক্তিগত বা ব্যক্তিকেন্দ্রিক সিদ্ধান্ত কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

সুশাসনের অভাবেই পুরো খাতটি ভেঙে পড়েছে বলে মন্তব্য করে তিনি ব্যাংকিং খাতের সর্বস্তরে জরুরি সংস্কারের ওপর জোর দেন।

BBS cable ad

মন্ত্রনালয় এর আরও খবর: