কৃষকদের দোরগোড়ায় সার পৌঁছে দিতে কাজ করছে বিএডিসি
কৃষির উন্নয়নে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। ১৯৬১ সালে প্রতিষ্ঠার পর থেকে বীজ, সেচ ও সার ব্যবস্থাপনার মাধ্যমে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে সংস্থাটি নিরলসভাবে কাজ করছে। বিশেষ করে সার আমদানি, সংরক্ষণ ও বিতরণে বিএডিসির কার্যক্রম কৃষি উৎপাদন বাড়াতে সহায়ক হয়েছে। বর্তমানে আধুনিক ও স্বচ্ছ ব্যবস্থাপনার মাধ্যমে সারা দেশে সার বিতরণ নিশ্চিত করছে বিএডিসি। ডিজিটাল নজরদারি, কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ ও বিশেষ টাস্কফোর্সের মাধ্যমে সার চুরি ও অনিয়ম রোধ করা হচ্ছে। সীমিত জনবল সত্ত্বেও কৃষকদের দোরগোড়ায় সময়মতো মানসম্পন্ন সার পৌঁছে দিয়ে দেশের খাদ্যনিরাপত্তা ও টেকসই কৃষি উন্নয়নে বিএডিসি গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।


