শিরোনাম

South east bank ad

জেসিআই চট্টগ্রামের নতুন কমিটি সভাপতি জুনায়েদ সম্পাদক মঈন উদ্দিন নাহিদ

 প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন   |   আমদানী/রপ্তানী

জেসিআই চট্টগ্রামের নতুন কমিটি সভাপতি জুনায়েদ সম্পাদক মঈন উদ্দিন নাহিদ

জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) চট্টগ্রামের নতুন কমিটি (২০২৬) গঠন করা হয়েছে। এতে জুনায়েদ আহমেদ রাহাত প্রেসিডেন্ট এবং মঈন উদ্দিন নাহিদ সেক্রেটারি জেনারেল নির্বাচিত হয়েছেন। সম্প্রতি নগরের চিটাগং ক্লাবের অডিটোরিয়ামে অনুষ্ঠিত জেসিআই চট্টগ্রামের বার্ষিক সাধারণ সভায় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

নতুন কমিটিতে রয়েছেন আইপিএলপি গোলাম সরোয়ার চৌধুরী, নির্বাহী সহসভাপতি ডা. জুয়েল রহমান ও আল আমিন মেহেরাজ বাপ্পি, সহসভাপতি সাদ বিন মুস্তাফিজ অনিন্দো, মো. সাদেক উর রহমান সাদাফ, অনিক চৌধুরী ও ইঞ্জিনিয়ার তাইমুর আহমেদ, কোষাধ্যক্ষ মুন্তাসির আল মাহমুদ, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট টু প্রেসিডেন্ট সায়হান হাসনাত, জিএলসি শাহেদ আলী সাকি লোকাল ট্রেনিং কমিশনার তৈয়্যবুর রহমান জাওয়াদ, জেসিআই ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার চেয়ারপারসন শাহাব উদ্দিন চৌধুরী, মিডিয়া ও পিআর চেয়ারপারসন ডা. নুরুল কবির মাসুম ও জেসিআই ইন বিজনেস চেয়ারপারসন কাইসার হামিদ ফরহাদ ও স্ট্র্যাটেজিক প্লানিং চেয়ারপারসন সাকিব চৌধুরী। পরিচালক নিযুক্ত হয়েছেন মোহাম্মদ আনাস, ফয়সাল মাহমুদ, সারিশত বিনতে নূর, মো. জিয়া উদ্দিন, মো. রবিউল ইসলাম, শেখ মোহাম্মদ উজাইর, আবদুল্লাহ আল ফরহাদ ও কাজি আমির খসরু। আরো রয়েছেন ডিজিটাল কমিটি চেয়ার মো. নিয়াজুর রহমান চৌধুরী এবং ইভেন্ট কমিটি চেয়ার আশিক আমান ইতাজ।

জেসিআই বাংলাদেশের সহসভাপতি এবং ২০২৪ সালের জেসিআই চিটাগংয়ের প্রেসিডেন্ট ইসমাইল মুন্না নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। সভায় জেসিআই বাংলাদেশের ন্যাশনাল গভর্নিং বডির মধ্যে উপস্থিত ছিলেন ন্যাশনাল প্রেসিডেন্ট (ইলেক্ট) আরফিন রাফি আহমেদ, ডেপুটি ন্যাশনাল প্রেসিডেন্ট (ইলেক্ট) শান সাহেদ এবং ন্যাশনাল গভর্নিং বডির অফিসাররা। এছাড়া উপস্থিত ছিলেন জেসিআই চিটাগং ২০২১ প্রেসিডেন্ট টিপু সুলতান শিকদার এবং জেসিআই চিটাগং ২০২৩ প্রেসিডেন্ট এবং জেসিআই বাংলাদেশ ক্লাব চেয়ারপারসন রাজু আহমেদ।

নবনির্বাচিত প্রেসিডেন্ট জুনায়েদ আহমেদ রাহাত তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, ‘জেসিআই তরুণদের সংগঠন। তাই ১৪ বছরের ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে।

BBS cable ad

আমদানী/রপ্তানী এর আরও খবর: