South east bank ad

ভোলায় গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

 প্রকাশ: ০৬ মার্চ ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   সারাদেশ

ভোলায়  গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিমা বেগম (ভোলা) :

আজ শনিবার ১১.৫৫ মিনিটে এস আই (নিঃ) মোঃ আসাদুজ্জামান খান ও সংগীয় অফিসার ফোর্স, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ভোলা মাদক অভিযান পরিচালনা করিয়া সদর মডেল থানাধীন বাপ্তা ০১নং ওয়ার্ড এলাকা হইতে দুই মাদক ব্যবসায়ী আটক করেছেন।

১৷ মোঃ শহিদ বেপারী (৪২) পিতা- কাঞ্চন বেপারী, সাং- সুন্দর খালী ৫ নং ওয়ার্ড বাপ্তা ইউনিয়ন ২৷ মোঃ ফজলে আলম@ সাব্বির (২০), পিতা- ফজলে রাব্বি, সাং- ছিফলি ০২নং ওয়ার্ড আলীনগর ইউনিয়ন, থানা ও জেলা- ভোলাদ্বয়কে অবৈধ মাদকদ্রব্য ৫০০ (পাঁচশত) গ্রাম গাজাসহ গ্রেফতার করেন। মাদক মামলা প্রক্রিয়াধীন।

BBS cable ad

সারাদেশ এর আরও খবর: