South east bank ad

পটুয়াখালীতে জমি নিয়ে সংঘর্ষে আহত ১১

 প্রকাশ: ০৮ এপ্রিল ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   সারাদেশ

পটুয়াখালীতে  জমি নিয়ে সংঘর্ষে আহত ১১

সুনান বিন মাহাবুব (পটুয়াখালী) :

বিরোধী জমি নিয়ে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবি ইউনিয়নের নিজকাটা গ্রামে দুই পক্ষের সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১১ জন আহত হয়েছে। আহতদের মধ্যে গুরতর ৪ জনকে পটুয়াখালী সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। মঙ্গলবার বিকেলের দিকে উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের নিজকাটা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, নিজকাটা গ্রামের মিলন খলিফা(৫০) এবং নজরুল খলিফা(৬০) এই দুই পরিবারের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরইমধ্যে জমি দখলে নিতে গিয়ে দুই পরিবাবের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে স্থানীয়দের নেতৃত্বে দেশীয় অস্ত্র নিয়ে উভয় গ্রæপ হামলা চালায়। এতে ১১ জন আহত হয়। আহতরা হলো- শওকত খলিফা (৪০), মিলন খলিফা (৫০), আকতার খলিফা (৩৫), মাছুম খলিফা (২৫), আরিফ খলিফা (২১), রাব্বি খলিফা (১৮), খুকি বেগম (৪০), কিশোর খলিফা (২৫), ইউনূস (৩০), জাকির (৪৫) ও সিহাব (১৭)। তাদের প্রাথমিক চিকিৎসা শেষে গুরুত্বর আহত শওকত, কিশোর, রাব্বি ও খুকিকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার পটুয়াখালী সদর হাসপাতালে খোজ নিয়ে জানা যায় তাদের অবস্থা আশঙ্খাজনক।
রাঙ্গাবালী থানার ওসি দেওয়ান জগলুল হাসান জানান, আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নজরুল খলিফা (৬০) ফারুক হাওলাদার (৫৫) ও সজিব (৩২) নামের তিন জনকে আটক করা হয়েছে।

BBS cable ad

সারাদেশ এর আরও খবর: