শিরোনাম

South east bank ad

পঞ্চগড়ে করতোয়া নদীর বালু চাপায় দুই শিশু চির ঘুমে

 প্রকাশ: ২২ এপ্রিল ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   সারাদেশ

পঞ্চগড়ে করতোয়া নদীর বালু চাপায় দুই শিশু চির ঘুমে

মোঃ লিহাজ উদ্দিন (পঞ্চগড় ) :
পঞ্চগড়ের বোদা উপজেলায় ড্রেজার মেশিন দিয়ে করতোয়া নদী খননের সময় বালুচাপা পড়ে দুই শিশু চির ঘুমে। বুধবার (২১ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার বেংহাড়ি বনগ্রাম ইউনিয়নের মানিকপীর শিকারপুরের করতোয়া নদীর তীর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হচ্ছে- ওই এলাকার রফিকুল ইসলামের ছেলে হৃদয় (৭) ও একই এলাকার হাসান আলীর ছেলে আল-আমিন (৮)। স্থানীয়রা জানান, বুধবার বিকেলে হৃদয় ও আল-আমিন বাড়ির পাশে করতোয়া নদীর তীরে খেলতে যায়। এ সময় ড্রেজার মেশিন দিয়ে করতোয়া নদী খননকালে অসাবধানতায় মেশিনের পাইপ থেকে উত্তোলন হওয়া বালুর নিচে তারা চাপা পড়ে ৷ সন্ধ্যায় ইফতারের সময় দুজনের পরিবার তাদের দেখতে না পেয়ে অনেক খোঁজাখুজি করে। তাদের খুঁজে না পেয়ে রাতে করতোয়া নদীতে খনন করা বালুতে খোঁজ করে স্থানীয়দের সহযোগিতায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।
পঞ্চগড় সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আক্কাস আহম্মদ বালু চাপা পড়ে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

BBS cable ad

সারাদেশ এর আরও খবর: