পিতার নামে কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রাবাসের নামকরণের দাবিতে সংবাদ সম্মেলেন

ত্রিশাল প্রতিনিধি
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বাল্যস্মৃতি বিজড়িত ময়মনসিংহের ত্রিশালের নামাপাড়ায় ২০০৬ সালে তার নামে প্রতিষ্ঠিত হয় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। যাদের বিশেষ অবদানে প্রতিষ্ঠিত হয়েছিল ওই শিক্ষাপ্রতিষ্ঠান, তাদের মধ্যে অন্যতম ছিলেন ১৯৭৩ সালে আওয়ামীলীগ মনোনিত স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ আবদুর রশীদ।
বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরুপ অধ্যক্ষ আবদুর রশীদের নামে একটি ছাত্রাবাসের নামকরণের দাবিতে সংবাদ সম্মেলন করেছে তার পরিবারের সদস্যরা।
বৃহস্পতিবার ত্রিশাল উপজেলা পরিষদের ‘প্রয়াত ইউএনও রাশেদুজ্জামান’ হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অধ্যক্ষ আবদুর রশীদের মেয়ে জেনিফার ফারহানা রশীদ।
লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার পিতা অধ্যক্ষ আবদুর রশীদের কর্ম নিষ্ঠায় ও সততায় মুগ্ধ হয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমর্থনে ১৯৭৩ সালে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বাল্যস্মৃতি বিজড়িত ময়মনসিংহের ত্রিশালে কবির নামে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি উঠলে এবং কার্যক্রমের শুরু থেকে মানুষের দ্বারে দ্বারে, বাড়ি বাড়ি ঘুরে জমি সংগ্রহের জন্য নিরলস শ্রম দিয়েছিলেন আমার পিতা।
তিনি ত্রিশাল নজরুল ডিগ্রি কলেজের অধ্যক্ষের দায়িত্ব পালনের পাশাপাশি বিশ্ববিদ্যালয় স্থাপনে স্থানীয় মানুষকে উদ্বুদ্ব করে দশ একর জমি সংগ্রহ করেন। এরপর ২০০৬ সালে বটতলা নামাপাড়ায় প্রতিষ্ঠিত হয় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরুপ আমার পিতা “অধ্যক্ষ আবদুর রশীদ” নামে একটি ছাত্রাবাসের নামকরণের দাবি জানাচ্ছি।
এ সময় সাবেক এমপি মরহুম অধ্যক্ষ আবদুর রশীদের পরিবারের সদস্যরা ও বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।