পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে ব্যবসায়ীদের সাথে কেএমপি’র কমিশনার মতবিনিময়
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
গতকাল বুধবার (৩০ মার্চ) বিকালে কেএমপি’র হেডকোয়ার্টার্স সম্মেলন কক্ষে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞার সভাপতিত্বে আসন্ন পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর-২০২২ উপলক্ষে খুলনা মহানগরীর জনসাধারণের শান্তিপূর্ণভাবে কেনাকাটা এবং নিছিদ্র নিরাপত্তা নিশ্চিতকরণে মহানগরীর ব্যবসায়িক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কেএমপি’র কমিশনার মহোদয় মতবিনিময় সভায় নিম্নবর্ণিত নির্দেশনা প্রদান করেন, খুলনা মহানগরীর সকল মার্কেটে সিসি ক্যামেরা স্থাপন করতঃ সিসি ক্যামেরার সংযোগ আওতাধীন থানা অথবা ফাঁড়িতে সংযুক্ত করতে হবে। পথচারীদের নির্বিঘ্নে চলাচলের জন্য ফুটপাত দখলমুক্ত রাখতে হবে।
যানজট এড়াতে ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করার পাশাপাশি নির্দিষ্ট সময়ের মধ্যে খুলনা বড় বাজার এলাকায় ভারী যান চলাচল নিয়ন্ত্রণ করতে হবে।
ব্যবসায়িক প্রতিষ্ঠান ও শপিংমলের সামনে অবৈধভাবে গাড়ি পার্কিং করা যাবে না। চুরি-ছিনতাই রোধে থানার মোবাইল ও পেট্রোল ডিউটি জোরদার করার পাশাপাশি গোয়েন্দা নজরদারী বাড়াতে হবে। মার্কেটের প্রবেশ পথে ব্যবসায়ীদের নিজস্ব ব্যাবস্থাপনায় স্বাস্থ্যবিধি মেনে চলার সুরক্ষা সামগ্রী রখতে হবে। সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ প্রশাসন ও ব্যবসায়ী নেতৃবৃন্দের সমন্বয় করে কাজ করতে হবে।
মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, কেএপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) সরদার রকিবুল ইসলাম, বিপিএম; ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) মোল্লা জাহাঙ্গীর হোসেন; ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ আনোয়ার হোসেন; বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) রাশিদা বেগম, পিপিএম-সেবা; ডেপুটি পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ এহসান শাহ্; ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি) বি.এম নুরুজ্জামান, বিপিএম; ডেপুটি পুলিশ কমিশনার (এফএন্ডবি) শেখ মনিরুজ্জামান মিঠু; ডেপুটি পুলিশ কমিশনার (ইএন্ডডি) মোঃ কামরুল ইসলাম; ডেপুটি পুলিশ কমিশনার (আরসিডি) মনিরা সুলতানা; ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ তাজুল ইসলাম; অতিঃ ডেপুটি পুলিশ কমিশনারবৃন্দ; সহকারী পুলিশ কমিশনারবৃন্দ; সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ এবং খুলনাস্থ ব্যবসায়ীক নেতৃবৃন্দ।