বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় জেলা পর্যায়ে প্রথম হয়েছে ত্রিশালের সাদিয়া

ত্রিশাল প্রতিনিধি
বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জেলা পর্যায়ে প্রথম হয়েছে ত্রিশাল উপজেলার সাদিয়া বিনতে জামান। সে ত্রিশাল সরকারী নজরুল একাডেমীতে অষ্টম শ্রেণীতে অধ্যায়ন করছে।
জানাযায়, সাদিয়া বিনতে জামান বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা ২০২২ এ গণিত ও কম্পিউটার বিষয়ে অংশগ্রহণ করে ‘ক’ গ্রুপে জেলা পর্যায়ে বছরের সেরা মেধাবী হিসেবে স্বীকৃতি লাভ করেন। তাকে জেলা প্রশাসনের পক্ষ থেকে সনদপত্র ও পুরস্কার প্রদান করা হয়।
সাদিয়া বিনতে জামান ত্রিশাল মহিলা ডিগ্রী কলেজের অধ্যাপক খবিরুজ্জামানের সন্তান ও ত্রিশাল উপজেলার সদর ইউনিয়নের ছলিমপুর গ্রামের কৃতি সন্তান।