একসঙ্গে চার কন্যা সন্তানের জন্ম দিলেন লাভলি
মো: রবিউল ইসলাম, (নাটোর):
নাটোরের বড়াইগ্রামে একসঙ্গে চার কন্যা সন্তানের জন্ম দিয়েছেন লাভলি খাতুন (২৮) নামে এক নারী।
বুধবার (২৪ নভেম্বর) লাভলি খাতুন স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চার শিশুর জন্ম দেন। লাভলি খাতুন বড়াইগ্রাম উপজেলার শ্রীরামপুর সরকারপাড়া এলাকার লিটন উদ্দিন এর স্ত্রী।
লিটন মিয়া বলেন, বুধবার রাতে প্রসব বেদনা উঠলে লাভলীকে বনপাড়ায় আমিনা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাত পৌনে এগারোটার দিকে সিজারের মাধ্যমে একসাথে চার কন্যা সন্তানের জন্ম দেয় আমার স্ত্রী।
চারজনের মধ্যে তিনজন সুস্থ আছেন আর একজন মৃত অবস্থায় জন্ম নিয়েছেন। মৃত সন্তানের মাথা ও দুই হাত ছিল না বলেও জানান তিনি।
লাভলী খাতুন বলেন, আমি অনেক খুশি তবে আমরা অস্বচ্ছভাবে জীবনযাপন করি, কেউ সহযোগিতা করলে ভালোভাবে চলতে পারবো।
আমিনা হাসপাতালের চিকিৎসক আনসারুল হক জানান, মা এবং সন্তানেরা সুস্থ আছেন।


 
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                            
 
                                                                                 
                                                                                 
                                                                                 
                                                                                 
                                                                                 
                                                                                 
                                                                                 
                                                                                 
                                                                                 
                                                                                 
                                                                                