South east bank ad

মরিস গ্যারেজ বাংলাদেশের সঙ্গে দারাজের চুক্তি স্বাক্ষর

 প্রকাশ: ১৬ জুন ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

অংশীদারিত্বের মাধ্যমে এমজি বাংলাদেশ দারাজে ইলেকট্রিক কারসহ বিভিন্ন ধরনের গাড়ি বিক্রি করবে। মরিস গ্যারেজ বাংলাদেশের (এমজি বাংলাদেশ) সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে দেশের অন্যতম বড় অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ। এ নিয়ে সম্প্রতি দুই পক্ষের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়। এমজি বাংলাদেশ-র্যানকন কার হাবের সিওও হুসাইন মাশনুর চৌধুরী এবং দারাজ বাংলাদেশের এমডি সৈয়দ মোস্তাহিদল হক এ এমওইউতে সই করেন। মরিস গ্যারেজ (এমজি) একটি ব্রিটিশ মোটরগাড়ির ব্র্যান্ড। এটি প্রতিষ্ঠিত হয় ১৯২৪ সালে। এমজি বাংলাদেশ ২০১৯ সালের সেপ্টেম্বরে র্যানকন ব্রিটিশ মোটরস লিমিটেডের মাধ্যমে বাংলাদেশের বাণিজ্যিক যাত্রা শুরু করে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: