South east bank ad

মঙ্গলে ‘উল্লেখযোগ্য পরিমাণ’ পানির সন্ধান

 প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

মঙ্গলগ্রহের গিরিখাতে ‘উল্লেখযোগ্য পরিমাণ’ পানির সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। মঙ্গলকে প্রদক্ষিণকারী অরবিটারের মাধ্যমে এ পানির সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছেন ইউরোপিয়ান মহাকাশ সংস্থার বিজ্ঞানীরা। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন’র প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মঙ্গলের ‘ভ্যালিস মেরিনারিস’ গিরিখাত যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের গিরিখাত গ্র্যান্ড ক্যানিয়নের চেয়ে ১০ গুণ দীর্ঘ, পাঁচ গুণ গভীর ও ২০ গুণ প্রশস্ত। গ্র্যান্ড ক্যানিয়ন দৈর্ঘ্যে ২৭৭ মাইল, প্রস্থে সর্বোচ্চ ১৮ মাইল ও সর্বোচ্চ গভীরতা ১ মাইলেরও বেশি। ২০১৬ সালে ইউরোপিয় স্পেস এজেন্সি এবং রোসকসমসর যৌথভাবে চালু করে ‘দি এক্সোমার্স ট্রেস গ্যাস অরবিটার’ মিশন। এর আওতায় মঙ্গলের গ্র্যান্ড ক্যানিয়ন ‘ভ্যালিস মেরিনেরিসে’ পানির অস্তিত্ব পাওয়া গেছে।

ইউরোপিয়ান মহাকাশ সংস্থা জানায়, এক্সোমার্স ট্রেস গ্যাস অরবিটারের ফাইন রেজুলেশন এপিথার্মাল নিউট্রন ডিটেক্টরের মাধ্যমে পানি শনাক্ত হয়েছে। এ ডিটেক্টর মঙ্গল পৃষ্ঠের ১ মিটার গভীরের মাটির হাইড্রোজেন ম্যাপিং করতে সক্ষম।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: