South east bank ad

শনিবার সূর্যগ্রহণ, কখন কোথায় দেখা যাবে?

 প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

শনিবার (৪ ডিসেম্বর) হতে চলেছে বছরের শেষ সূর্যগ্রহণ। হিন্দু পঞ্জিকা অনুযায়ী, কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে হবে এই সূর্যগ্রহণ। ওইদিন সকাল ১০টা ৫৯ মিনিট থেকে শুরু হবে গ্রহণ, চলবে দুপুর ৩টা ৭ মিনিট পর্যন্ত।

আফ্রিকা, অস্ট্রেলিয়া, দক্ষিণ আমেরিকা এবং অ্যান্টার্কটিকা থেকে দেখা যাবে এই সূর্যগ্রহণ। ভারত-বাংলাদেশ থেকে পরিলক্ষিত হবে না।

বিশেষজ্ঞদের মতে, খালি চোখে সূর্যগ্রহণ দেখা যাবে না। তাতে রেটিনার ম্যাকুলা ক্ষতিগ্রস্ত হতে পারে। তার জেরে আংশিক দৃষ্টিক্ষমতা হারিয়ে যেতে পারে।

ভারতের ওকখার্ড হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ সন্দীপ কাটারিয়া বলেন, ‘সূর্যগ্রহণের মতো চন্দ্রগ্রহণে কোনও ক্ষতি হয় না। যাঁরা সূর্যগ্রহণ খালি চোখে দেখেন, তাঁরা আংশিকভাবে দৃষ্টিশক্তি হারাতে পারেন। কিন্তু চন্দ্রগ্রহণ যথেষ্ট সুরক্ষিত। তা খালি চোখেই দেখা যায়।’ সঙ্গে তিনি আরও বলেছেন, সূর্যগ্রহণের ক্ষেত্রে চোখের মধ্যবর্তী অংশ ক্ষতিগ্রস্ত হয়। সূত্র- হিন্দুস্তান টাইমস।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: