South east bank ad

সমন্বিত ভর্তি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের সুযোগ

 প্রকাশ: ০৬ নভেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

দেশের ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের সুযোগ দিচ্ছে কর্তৃপক্ষ। এজন্য আগামীকাল রোববার (৭ নভেম্বর) দুপুর ১২টা থেকে বৃহস্পতিবার (৮ নভেম্বর) রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে আবেদন করতে হবে।

শনিবার (৬ নভেম্বর) সমন্বিত ভর্তি সংক্রান্ত অফিশিয়াল ওয়েবসাইটে (https://gstadmission.ac.bd) এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়েছে, ফল পুনঃনিরীক্ষণের আবেদন করতে শিক্ষার্থীদের দিতে হবে ২ হাজার টাকা। ফল পরিবর্তন হলে আবেদনকারী টাকা ফেরত পাবেন। পুনঃনিরীক্ষিত ফল আবেদনকারীর মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে জানানো হবে।

গুচ্ছ পদ্ধতিতে সমন্বিত ভর্তি পরীক্ষার ‘এ’ ইউনিটের ফল ২০ অক্টোবর, ‘বি’ ইউনিটের ফল ২৬ অক্টোবর এবং ‘সি’ ইউনিটের ফল ৪ নভেম্বর প্রকাশ করা হয়।

ফল প্রকাশের পর শিক্ষার্থীরা নানা অসঙ্গতির অভিযোগ জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: