শিরোনাম

South east bank ad

আটোয়ারীতে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবসে আলোচনা

 প্রকাশ: ০৬ অক্টোবর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মোঃ মাসুদ রানা, (আটোয়ারী) :

“ সবার জন্য প্রয়োজন, জন্ম ও মৃত্যুর পরপরই নিবন্ধন” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পঞ্চগড়ের আটোয়ারীতে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার ( ০৬ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ হলরুমে এ বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামানের সভাপতিত্বে প্রতিপাদ্য বিষয়ের উপর গুরুত্বারোপ করে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। আরো বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ তোবারক হুসেন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ ছাইফুল আলম, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মানস কুমার রায়, মির্জাপুর ইউপি চেয়ারম্যান ওমর আলী, তোড়িয়া ইউপি চেয়ারম্যান হাসান হাবিব আল আজাদ, ইউপি সচিব ফজলে রাব্বী, মখলেছুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানের সভাপতি ইউএনও বলেন, রাষ্ট্রে দ্রুত নাগরিক সেবা প্রদান এবং গ্রহনের জন্য জন্ম ও মৃত্যু নিবন্ধন আবশ্যক। সকলের নিবন্ধন সম্পন্ন হলে তাৎক্ষনিক যেকোন সেবা প্রদান সহজ হবে। তিনি আরো বলেন, উন্নত দেশে পপুলেশন রেজিস্টার থাকে। আমাদের দেশে এরকম প্রচেষ্টা শুরু হয়েছে। এ প্রচেষ্টার প্রথম ধাপ জন্ম ও মৃত্যু নিবন্ধন। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। আমরা ডিজিটাল বাংলাদেশের প্রথম ধাপ অতিক্রম করছি। আলোচনা সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, ইউপি সচিব সহ গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: