সেভেন রিংস সিমেন্ট ডিলার কনফারেন্স অনুষ্ঠিত

কক্সবাজারের একটি পাঁচতারকা হোটেলে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে সেভেন রিংস সিমেন্টের ডিলার কনফারেন্স।
তিন দিনব্যাপী এ আয়োজনে উপস্থিত ছিলেন সেভেন রিংস সিমেন্টের এমডি তাহমিনা আহমেদ, ভাইস চেয়ারম্যান শেখ রায়হান আহমেদ, শুন শিং গ্রুপ ইন্টারন্যাশনাল লিমিটেড, হংকংয়ের পরিচালক ইবনান পাশা, শুন শিং গ্রুপ বাংলাদেশ অপারেশনসের পরিচালক সাইফ রহমান, গ্রুপ চিফ ফাইন্যান্সিয়াল অফিসার ও কোম্পানি সেক্রেটারি কাউসার আলম প্রমুখ।