আইএফআইসি ব্যাংক ও আইসিবির মধ্যে পে-রোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষর

আইএফআইসি ব্যাংক পিএলসি এবং ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) মধ্যে পে-রোল ব্যাংকিং-বিষয়ক একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। এ উপলক্ষে গতকাল রাজধানীর রাজউক এভিনিউতে বিডিবিএল ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় আইএফআইসি ব্যাংকের প্রিন্সিপাল শাখার প্রধান ব্যবস্থাপক মো. নাজিমুল হক এবং আইসিবির জিএম মো. আনোয়ার শামীম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইএফআইসি ব্যাংকের এমডি সৈয়দ মনসুর মোস্তফা এবং আইসিবির এমডি নিরঞ্জন চন্দ্র দেবনাথ।