বাংলাদেশ ফাইন্যান্স ও ইউআইইউর মধ্যে এমওইউ স্বাক্ষর

কর্মসংস্থান, উদ্ভাবন ও ভবিষ্যৎ নেতৃত্ব গঠনের লক্ষ্যে একটি কৌশলগত সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে বাংলাদেশ ফাইন্যান্স পিএলসি এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)।
এ উপলক্ষে সম্প্রতি রাজধানীর বাড্ডায় ইউআইইউ ক্যাম্পাসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বাংলাদেশ ফাইন্যান্সের এমডি ও সিইও মো. কায়সার হামিদ এবং ইউআইইউ উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল কাসেম মিয়াসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।