বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের পরিশোধিত মূলধন ৬০০ কোটি টাকায় উন্নীত

রাষ্ট্র মালিকানাধীন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসির (বিডিবিএল) পরিশোধিত মূলধন ৪০০ কোটি থেকে ৬০০ কোটি টাকায় উন্নীত করা হয়েছে। বর্ধিত ২০০ কোটি টাকা মূল্যমানের দুই কোটি কাগুজে শেয়ার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ উপলক্ষে গতকাল তার অফিস কক্ষে অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বিডিবিএল চেয়ারম্যান আহমেদ ইসমেত, এমডি ও সিইও মো. জসীম উদ্দীন এবং কোম্পানি সচিব কামাল উদ্দিন আহমেদ মোল্লা উপস্থিত ছিলেন।