সিলেটে নারী উদ্যোক্তাদের সম্মাননায় এনআরবি ব্যাংক

সিলেটে সম্প্রতি আয়োজিত ‘নারী উদ্যোক্তা সামিট ও অপরাজিতা অ্যাওয়ার্ড ২০২৫’-এ টাইটেল স্পন্সর হিসেবে অংশ নিয়েছে এনআরবি ব্যাংক। এ অনুষ্ঠানে ১২ নারী উদ্যোক্তাকে বিশেষ সম্মাননা দেয়ার পাশাপাশি সিলেট অঞ্চলে এসএমই খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘এক্সিলেন্স অ্যাওয়ার্ড ইন এসএমই ব্যাংকিং’ অর্জন করে নেয় এনআরবি ব্যাংক। অনুষ্ঠানে অতিথিদের মধ্যে ছিলেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. জিয়াউর রহমান চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক খালেদ আহমদ ও অতিরিক্ত পরিচালক মো. নজরুল ইসলাম ও সিলেট ইন্সপেক্টিং রেঞ্জ ১-এর অতিরিক্ত কর কমিশনার মো. আনোয়ার সাদাত। এছাড়া এনআরবি ব্যাংকের পক্ষে ছিলেন ডিএমডি আলী আকবর ফরাজী, সিলেটের রিজিওনাল হেড প্রশান্ত কুমার সিংহ এবং হেড অব এসএমই অ্যান্ড এগ্রি এএম জাহেদ ও এসবিএম মো. ফাইজুল কবির চৌধুরী।