South east bank ad

পর্ষদ পুনর্গঠনের পর আমানত বেড়েছে প্রায় ৮ হাজার কোটি টাকা

 প্রকাশ: ৩১ অগাস্ট ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

পর্ষদ পুনর্গঠনের পর আমানত বেড়েছে প্রায় ৮ হাজার কোটি টাকা

দেশের ব্যাংক খাতে তারল্য সংকট সত্ত্বেও আইএফআইসি ব্যাংক পিএলসিতে আমানত ক্রমাগত বাড়ছে। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর ২০২৪ সালের সেপ্টেম্বরে ব্যাংকটির পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে দেয় বাংলাদেশ ব্যাংক। এর পর পরই অর্থাৎ ওই বছরের অক্টোবর থেকে আমানত বৃদ্ধি পেতে শুরু করে। এ ধারাবাহিকতায় বছর শেষে ৭ দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যাংকের আমানত পূর্ববর্তী বছরের ৪৪ হাজার কোটি থেকে ৪৭ হাজার ৪০০ কোটি টাকায় উন্নীত হয়। এদিকে চলতি বছরের জানুয়ারি-জুন অর্ধবার্ষিকীতে আরো ৭ শতাংশ প্রবৃদ্ধি পেয়ে আমানত ৫০ হাজার ৭০০ কোটি টাকায় দাঁড়ায়। বর্তমানে আইএফআইসি ব্যাংকের আমানত প্রায় ৫২ হাজার কোটি টাকা বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আইএফআইসি ব্যাংকের পুনর্গঠিত পর্ষদে চেয়ারম্যান পদে দায়িত্ব পেয়েছেন মো. মেহমুদ হোসেন। বণিক বার্তাকে এ জ্যেষ্ঠ ব্যাংকার বলেন, ‘আইএফআইসি ব্যাংকের ৩৩ শতাংশ মালিকানা তথা শেয়ার সরকারের। এ ব্যাংকটি প্রায় অর্ধশত বছর ধরে গ্রাহকের চাহিদা অনুযায়ী সেবা দিয়ে আসছে। ২০২৪ সালের আগস্ট-পরবর্তী সময়ে টাকা উত্তোলনের চাপ থাকলেও বাংলাদেশ ব্যাংক কর্তৃক পুনর্গঠিত পরিচালনা পর্ষদের নেতৃত্বে আইএফআইসি ব্যাংক গ্রাহকদের আস্থা ধরে রাখতে পেরেছে।’

তিনি জানান, আন্তর্জাতিক মানদণ্ডের অনুসরণে বাংলাদেশ ব্যাংক কর্তৃক ব্যাংকের তারল্য মূল্যায়নে নির্ধারিত প্রতিটি সূচকে আইএফআইসি ভালো অবস্থানে রয়েছে। সবশেষ গত ২১ আগস্ট ব্যাংকের ঋণ-আমানতের অনুপাত ছিল ৮৪ দশমিক ১৩ শতাংশ, যা কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশিত উচ্চসীমা ৮৭ শতাংশ থেকে অনেক কম। গত জুন শেষে ব্যাংকের এলসিআর (লিকুইডিটি কাভারেজ রেশিও) ২২৪ দশমিক ৭ শতাংশ ও এনএসএফআর ১১৩ দশমিক ১ শতাংশ ছিল, যা বাংলাদেশ ব্যাংক নির্দেশিত নিম্ন সীমা শতভাগ থেকে বেশি। এছাড়া ছাত্র-জনতার অভ্যুত্থান-পরবর্তী সময়ে প্রায় ১০ সপ্তাহ ছাড়া আইএফআইসি ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক নির্দেশিত সংরক্ষিত নগদ তহবিল (সিআরআর) ও সংবিধিবদ্ধ সঞ্চিতি (এসএলআর) বজায় রাখতে পেরেছে।’

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: