রূপালী ব্যাংকের ইজিএম ও এজিএম অনুষ্ঠিত

রূপালী ব্যাংক পিএলসির দশম বিশেষ সাধারণ সভা এবং ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. নজরুল হুদার সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ হেলাল উদ্দিন, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম, পরিচালক এবিএম আব্দুস সাত্তার, মো. শাহজাহান, মো. আবু ইউসুফ মিয়া, সোয়ায়েব আহমেদ, মুজিব আহমদ সিদ্দিকী, এএইচএম মঈন উদ্দীন, স্বতন্ত্র পরিচালক মো. রফিকুল আলম, উপব্যবস্থাপনা পরিচালক পারসুমা আলম, হাসান তানভীর, মো. হারুনুর রশীদ, কোম্পানি সচিব মোহাম্মদ শাহেদুর রহমান।