South east bank ad

ডেল্টা কনফারেন্স ২০২৫ শুরু

 প্রকাশ: ২৯ অগাস্ট ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

ডেল্টা কনফারেন্স ২০২৫ শুরু

দুই দিনব্যাপী বেঙ্গল ডেল্টা কনফারেন্স ২০২৫ শুরু হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) সকাল ৯টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালের গ্র্যান্ড বলরুমে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

‘বাংলাদেশ এক সন্ধিক্ষণে: নতুনভাবে ভাবি রাজনীতি, নতুনভাবে ভাবি অর্থনীতি, নতুনভাবে ভাবি ভূরাজনৈতিক কৌশল’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজন করেছে গবেষণা প্রতিষ্ঠান ‘দায়রা’।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং স্বাগত বক্তব্য রাখেন লন্ডনের সোয়াস বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মুস্তাক খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান, দৈনিক ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম, দ্য ওয়্যার-এর প্রতিষ্ঠাতা সম্পাদক সিদ্ধার্থ ভারাদারাজান, মালয়েশিয়ার সাবেক শিক্ষা মন্ত্রী অধ্যাপক ড. মাসজলি বিন মালিক এবং নেপালের সাবেক পানি সম্পদ মন্ত্রী ড. দীপক গাওয়ালি।

অনুষ্ঠানে মাহফুজ আনাম বলেন, ‘ক্ষমতা আরোহনের সিঁড়ি হিসেবে আমরা গণতন্ত্র ব্যবহার করেছি; কিন্তু ক্ষমতায় গিয়ে গণতন্ত্র হত্যা করেছি।’

মুস্তাক খান বলেন, ‘২০২৪ সালের জুলাই অভ্যুত্থান সারাদেশের স্কুল, কলেজ, মাদরাসা, সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে ঘটায়। এ ঘটনাটা এতই অসাধারণ যে, সারাদেশের প্রতিটি শিক্ষিত-অশিক্ষিত মানুষ, প্রতিটি রাজনৈতিক দল—শুধুমাত্র ক্ষমতাসীন ফ্যাসিস্ট বাদে—সবাই স্বৈরাচারী শাসনব্যবস্থার বিরুদ্ধে নেমেছিল। এত বড় মহাকাব্য রচিত হয় এই অঞ্চলের সবচেয়ে জঘন্য, সবচেয়ে কুখ্যাত ফ্যাসিস্টকে হটিয়ে দেশকে রক্ষা করতে। ‘দায়রা’ সেই নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নেরই একটি অংশ।’

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: