তৃতীয়বারের মতো টেকসই ব্যাংক সম্মাননা পেল প্রাইম ব্যাংক

বাংলাদেশ ব্যাংকের ‘সাসটেইনেবল রেটিং ২০২৪’-এ দেশের শীর্ষ ১০টি টেকসই ব্যাংকের তালিকায় স্থান পেয়েছে প্রাইম ব্যাংক পিএলসি।
টেকসই ব্যাংকিং কার্যক্রমে ধারাবাহিক ও দৃঢ় প্রতিশ্রুতির স্বীকৃতিস্বরূপ তৃতীয়বারের মতো ব্যাংকটিকে এ সম্মাননা দেয়া হয়।
সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে গভর্নর ড. আহসান এইচ মনসুরের কাছ থেকে সম্মাননা স্মারক ও সনদ গ্রহণ করেন প্রাইম ব্যাংকের সিইও হাসান ও. রশিদ।
এ সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহার ও সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক চৌধুরী লিয়াকত আলী উপস্থিত ছিলেন।
এছাড়া প্রাইম ব্যাংকের পক্ষে ছিলেন এএমডি ফয়সাল রহমান এবং ডিএমডি ও সিআরও মো. জিয়াউর রহমান।