ঢাকা ব্যাংকের উদ্যোগে সিলেটে এএমএল অ্যান্ড সিএফটি-বিষয়ক লিড ব্যাংক কর্মশালা

লিড ব্যাংক হিসেবে ঢাকা ব্যাংকের উদ্যোগে সিলেটে মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ-বিষয়ক (এএমএল অ্যান্ড সিএফটি) দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) সহযোগিতায় গতকাল নগরীর একটি হোটেলে আয়োজিত এ কর্মশালায় জেলার ৪০টি তফসিলি ব্যাংকের ১৩০ কর্মকর্তা অংশগ্রহণ করেন। প্রধান অতিথি হিসেবে এ আয়োজনের উদ্বোধন করেন বিএফআইইউর নির্বাহী পরিচালক ও ভারপ্রাপ্ত প্রধান মো. মফিজুর রহমান খান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ঢাকা ব্যাংকের এমডি (চলতি দায়িত্ব) একেএম শাহনেওয়াজ। ব্যাংকের ডিএমডি ও ক্যামলকো এএমএম মঈন উদ্দিনের সভাপতিত্বে কর্মশালায় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পরিপালন কমিটির সদস্য মাহবুবুর রহমান, মানি লন্ডারিং প্রতিরোধ বিভাগের ইনচার্জ মো. শাহিনুল ইসলাম ও সিলেট উপশহর শাখার জ্যেষ্ঠ ব্যবস্থাপক ফজলে আহমেদ রাব্বী। প্রশিক্ষণ সেশনগুলো পরিচালনা করেন বিএফআইইউর অতিরিক্ত পরিচালক মো. রেজওয়ানুর রহমান, যুগ্ম পরিচালক মো. রোকন-উজ-জামান ও রাজিব হাসান।