রাজধানীর বসুন্ধরায় স্ট্যান্ডার্ড চার্টার্ডের নতুন শাখা

রাজধানীর বসুন্ধরায় নতুন শাখার উদ্বোধন করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ। এবিজি টাওয়ারে নতুন এ শাখা উদ্বোধন করেন প্রতিষ্ঠানের সিইও নাসের এজাজ বিজয়। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব ওয়েলথ অ্যান্ড রিটেইল ব্যাংকিং লুৎফুল হাবিব, হেড অব ক্লায়েন্ট রিলেশনশিপস সানিয়াত রহমান, বসুন্ধরা শাখার ম্যানেজার মোহাম্মদ এনাবুল করিম, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের এএমডি ও সিএফও মো. জিয়াউল আলম, এভারকেয়ার হসপিটালসের সিএফও মাইনুর রহমান ভূঁইয়া, ইস্ট ওয়েস্ট প্রপার্টি ডেভেলপমেন্ট প্রাইভেট লিমিটেডের নির্বাহী পরিচালক মো. তৌহিদুল ইসলামসহ অন্যরা।