মধুমতি ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে চুক্তি

মধুমতি ব্যাংক পিএলসি ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে একটি দ্বিপক্ষীয় চুক্তি হয়েছে। প্রান্তিক, ভূমিহীন কৃষক, নিম্ন আয়ের পেশাজীবী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জামানতবিহীন ঋণ দেয়ার উদ্দেশ্যে ৭৫০ কোটি টাকার আর্থিক সেবাভুক্তি ক্রেডিট গ্যারান্টি স্কিমের আওতায় পুনঃঅর্থায়নের লক্ষ্যে এ চুক্তি হয়। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. শওকাতুল আলমের উপস্থিতিতে চুক্তিতে স্বাক্ষর করেন মধুমতি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) শাহনেওয়াজ চৌধুরী এবং বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট গ্যারান্টি ডিপার্টমেন্টের পরিচালক মুহাম্মদ নাজমুল হক। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ ইমাম হোসেন, জোবায়দা আফরোজ, মধুমতি ব্যাংকের এসএমই ডিভিশনের প্রধান জাহিদ আল মুনতাসিরসহ অন্যরা।