South east bank ad

বার্জার পেইন্টস ও বিটিআইয়ের মধ্যে চুক্তি স্বাক্ষর

 প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

বার্জার পেইন্টস ও বিটিআইয়ের মধ্যে চুক্তি স্বাক্ষর

বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড ও বিল্ডিং টেকনোলজি অ্যান্ড আইডিয়াস লিমিটেডের (বিটিআই) মধ্যে একটি অংশীদারত্ব চুক্তি স্বাক্ষর হয়েছে। এ উপলক্ষে সম্প্রতি বিটিআই করপোরেট অফিসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বার্জার পেইন্টসের সিওও ও পরিচালক মো. মহসিন হাবিব চৌধুরী এবং বিটিআইয়ের এমডি এফআর খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে বার্জারের পক্ষে সিবিও একেএম সাদেক নেওয়াজ, জিএসএম (করপোরেট সেলস অ্যান্ড সার্ভিস) শাব্বীর আহমদ এবং করপোরেট সেলস প্রধান আসাদুর রহমান ও এরিয়া ম্যানেজার মো. হুমায়ুন কবীর উপস্থিত ছিলেন। এছাড়া বিটিআইয়ের পক্ষে ছিলেন সিবিও এম বদরুল ইসলাম, পরিচালক (এফআরসি অ্যান্ড প্রকিউরমেন্ট) আবু কামাল মোহাম্মদ পাশা, ডিজিএম (প্রকিউরমেন্ট) মোহাম্মদ গিয়াস উদ্দিন এবং এএম (প্রকিউরমেন্ট) সনেট হোসেন।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: