আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সঙ্গে চট্টগ্রামের হাব প্রতিনিধিদের মতবিনিময়

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ও চট্টগ্রামের হজ এজেন্সিগুলোর (হাব) প্রতিনিধিদের মধ্যে ‘হজ ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা’ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. রাফাত উল্লা খান। এ সময় আরো ছিলেন চট্টগ্রাম জোন হাবের সভাপতি শরিয়ত উল্লাহ শহিদ, মোহাম্মদ আবদুল মালেক, সেক্রেটারি মোহাম্মদ আবদুল মালেক, চট্টগ্রাম জোন হাবের সাবেক সভাপতি আবুল কাশেম, সাবেক সেক্রেটারি আজহারুল ইসলাম ও বিভিন্ন হজ এজেন্সির মালিকরা।