রূপালী ব্যাংকের সিলেট বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রূপালী ব্যাংক পিএলসির সিলেট বিভাগীয় কার্যালয়ের আওতাধীন শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহণে আগস্ট ২০২৫ ভিত্তিক ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় ব্র্যাক লার্নিং সেন্টারে গতকাল আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন ব্যাংকের এমডি কাজী মো. ওয়াহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ডিএমডি হাসান তানভীর ও আদায় বিভাগের ডিজিএম মো. মাহমুদুল ইসলাম। ব্যাংকের সিলেট বিভাগীয় প্রধান ও জিএম কমল ভট্টাচার্য্যের সভাপতিত্বে অনুষ্ঠানে ডিজিএম মো. ফজলুল হক, জয়া চৌধুরী, বিপ্লব কুমার তালুকদার, মোহাম্মদ আশরাফ হোসেন ও মাসুক-ই-এলাহী এবং সংশ্লিষ্ট বিভাগের আওতাধীন করপোরেট শাখার নির্বাহীরাসহ সব শাখা ব্যবস্থাপক উপস্থিত ছিলেন।