প্রথমবারের মতো ঢাকায় শুরু হচ্ছে সৌদি-বাংলাদেশ দ্বিপক্ষীয় বিজনেস সামিট

বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদার করতে ঢাকায় প্রথমবারের মতো দ্বিপক্ষীয় বিজনেস সামিটের আয়োজন করা হয়েছে। আগামীকাল সোমবার থেকে শুরু হতে যাওয়া তিন দিনব্যাপী এই সামিটে সৌদি আরব ও বাংলাদেশের ব্যবসায়ীরা অংশ নিচ্ছেন।
রবিবার (৫ অক্টোবর) রাজধানীর সিটি ব্যাংক সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সৌদি আরব-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এসএবিসিসিআই) সভাপতি আশরাফলু হক চৌধুরী, সহসভাপতি আহমেদ ইউসুফ ওয়ালিদ ও পরিচালক উজমা চৌধুরী।
সংবাদ সম্মেলনে এসএবিসিসিআই সভাপতি আশরাফুল হক চৌধুরী জানান, সামিটে দুই দেশের ব্যবসার পণ্য ও সেবার পাশাপাশি দুই দেশে ব্যবসা সম্প্রসারণ নিয়ে সেমিনার অনুষ্ঠিত হবে। যেখানে বাংলাদেশ ও সৌদি আরবের গবেষকরা প্রবন্ধ উপস্থাপন করবেন। সেমিনারে উভয় দেশের ব্যবসায়ীরা সম্প্রসারণের সমস্যা ও সম্ভাবনাগুলো তুলে ধরবেন।
তিনি বলেন, বাংলাদেশের দক্ষ-অদক্ষ জনশক্তির সবচেয়ে বড় বাজার সৌদি আরব।
বর্তমানে ৩০ লাখের বেশি বাংলাদেশি সৌদি আরবে বিভিন্ন কর্মে নিযুক্ত। দেশটিতে বাংলাদেশি ব্যবসায়ীর সংখ্যাও বাড়ছে। বর্তমানে বাংলাদেশ স্বাস্থ্য ও চিকিৎসা ক্ষেত্রে দক্ষ জনশক্তি সরবরাহে প্রস্তুত—যেমন নার্স, প্যারামেডিক, ল্যাব টেকনিশিয়ান, ডাক্তার, প্রকৌশলী, আইটি বিশেষজ্ঞ, খাদ্য প্রযুক্তিবিদ, হসপিটালিটি সেক্টরের পেশাজীবী, নির্মাণ ও রিয়েল এস্টেট, অর্থ ও ব্যাংকিং খাতের বিশেষজ্ঞ প্রভৃতি সম্ভাব্য সরবরাহের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে।
অন্যদিকে, বাংলাদেশ ও সৌদি আরব উভয় দেশেই সরাসরি বৈদেশিক বিনিয়োগ বা যৌথ উদ্যোগের মাধ্যমে পেট্রোকেমিক্যাল, ক্রুড অয়েল রিফাইনারি, ইস্পাত, খাদ্যশিল্প, কৃষি রাসায়নিক, সার, টেক্সটাইল, বন্দর ব্যবস্থাপনা, গ্রিন টেকনোলজি, সাইবার সিকিউরিটি, আইটি ও কৃত্রিম বুদ্ধিমত্তা-ভিত্তিক প্রযুক্তি, সেমিকন্ডাক্টরসহ নানা খাতে বিনিয়োগ করতে পারে।