ইবিএল প্রায়োরিটি গ্রাহকদের বিশেষ সুবিধা দেবে মোহাম্মদ অ্যান্ড সন্স

ইস্টার্ন ব্যাংকের (ইবিএল) প্রায়োরিটি গ্রাহকদের বিশেষ সুবিধা দেবে মোহাম্মদ অ্যান্ড সন্স। এ লক্ষ্যে সম্প্রতি ইবিএল প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ডিএমডি ও রিটেইল অ্যান্ড এসএমই ব্যাংকিং হেড এম খোরশেদ আনোয়ার এবং মোহাম্মদ অ্যান্ড সন্সের জিএম সায়েদ রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে ইবিএল লায়াবিলিটি অ্যান্ড ওয়েলথ ম্যানেজমেন্ট হেড সারমিন আতিক, প্রায়োরিটি অ্যান্ড উইমেন ব্যাংকিং হেড তানজেরি হক, রিটেইল অ্যালায়েন্স হেড ফারজানা কাদের এবং মোহাম্মদ অ্যান্ড সন্সের জ্যেষ্ঠ ব্যবস্থাপক (অপারেশনস) আরাফাত উল হাসান ও ব্যবস্থাপক (বুটিক) সালমান হাসান উপস্থিত ছিলেন।