পূবালী ব্যাংকে নতুন নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

পূবালী ব্যাংক পিএলসিতে নতুন নিয়োগপ্রাপ্ত ১২৮ জন কর্মকর্তাদের জন্য মানবসম্পদ বিভাগ কর্তৃক পাঁচ দিনব্যাপী ওরিয়েন্টেশন প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে সম্প্রতি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের এমডি ও সিইও মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন ডিএমডি মোহাম্মদ ইছা, মোহাম্মদ শাহাদাত হোসেন, আহমদ এনায়েত মনজুর, মো. শাহনেওয়াজ খান ও মোহাম্মদ আনিসুজ্জামান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মানবসম্পদ বিভাগের প্রধান ও মহাব্যবস্থাপক ইসমত আরা হক।